ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মা ইলিশ রক্ষায় সফলতা নিয়ে সংশয়

মহসীন খান, বেতাগী (বরগুনা)
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮

জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে কঠোর অবস্থানের রয়েছে বরগুনার বেতাগী উপজেলা প্রশাসন। কিন্তু প্রজনন মৌসুম মা রক্ষা কার্যক্রমের সফলতা নিয়ে সংশয় রয়েছে। ইলিশ প্রজননের সময়ের হেরফেরের কারনে এমনই আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে।

বেতাগী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, পৌরসভাসহ এখানকার স্থল ও জলপথে মাইকিং, সচেতনতা সভা ও বিষখালী নদীতে অভিযানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। আগামীকাল ২৮ অক্টোবর পর্যন্ত এ ২২ দিনে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ বলে অবহিত করা হয়। আগস্ট থেকে যে প্রচুর ইলিশ ধরা পড়েছে তাদের অধিকাংশই পেটে প্রচুর ডিম ছিল।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, ইলিশ প্রজনন মৌসুম পাল্টেছে কিন্তু সরকার নিষেধাজ্ঞার সময় পাল্টায়নি। তাই ইলিশ প্রজনন মৌসুম পাল্টে গেলেও নিষেধাজ্ঞার সময় না পাল্টানোর ফলে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে স্থানীয় জেলে ও তাদের মাঝে সংশয় রয়েছে। মূলত এ বছর কার্তিক মাসের প্রথম দিকে প্রবারণা পূর্ণিমা তিথিতে ইলিশ মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়।

বেতাগী মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব জানান, এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। সংশ্লিষ্টরা অনেক হিসাব-নিকাশ করেই জাতীয় পর্যায় মা ইলিশ ডিম ছাড়ার সম্ভাব্য এ সময় নির্ধারণ করেছেন।

 
Electronic Paper