ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বরগুনা-কলাপাড়াবাসী

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

আগামী ২৭ অক্টোবর বরগুনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। সর্বশেষ ২০১৩ সালের ১৯ নভেম্বরে বরগুনায় এসেছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরগুনায় সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বরগুনাবাসী। এ সফরে প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানিয়েছেন বরগুনা, তালতলী ও পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি।

জয়দেব রায়, বরগুনা : প্রধানমন্ত্রীর এ সফরে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বামনা ও বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা গ্রন্থাগার, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক নির্মাণসহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরগুনা জেলার সর্বত্র বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সর্বশেষ ২০১৩ সালের ১৯ নভেম্বর তালতলীতে আসেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পাঁচ বছর পর তিনি বরগুনায় আসছেন।

এদিন বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জয়নুল আবেদীন, আমতলী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের খবরে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তারা। উপজেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত মঙ্গলবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর এলাকা পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তালতলীতে আগমনের খবরে সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য তিন লাখ লোক জমায়েতের প্রস্তুতি নিয়েছি।

সোলায়মান পিন্টু, কলাপাড়া : পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের ফলে জমিসহ বসতভিটা হারিয়ে মানবেতর জীবন যাপনকারী ১৩০টি পরিবার পাচ্ছে আধুনিক উপশহর ‘স্বপ্নের ঠিকানা’। আগামী ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে পায়রা তাপ বিদ্যুৎ এলাকাকে সাজনো হয়েছে নতুন সাজে।

সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিন আনন্দ মিছিল বের করছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা। ‘স্বপ্নের ঠিকানায়’ ঘর পাওয়ার অপেক্ষায় থাকা মজিবর রহমান জানান, আবাসনের ঘর ও পরিবেশ দেখে অত্যন্ত খুশি হয়েছি। তবে এর পাশাপাশি প্রতি পরিবার থেকে অন্তত একজন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি তার।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, পটুয়াখালীতে চলমান উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় অনেক ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্তরা যাতে শঙ্কিত না হয় এজন্য এ প্রকল্পটি মাইল ফলক হয়ে থাকবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায় কাউস জানান, ক্ষতিগ্রস্তদের জমি ও ঘরের জন্য টাকা দেওয়া হয়েছে। গৃহহীনদের জন্য আবাসন তৈরি করা হয়েছে।

এছাড়াও এ প্রকল্পের মধ্যে একটি স্কুল রয়েছে যেখানে এলাকার আগ্রহীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন ভাষা শেখানো হবে।

 

 
Electronic Paper