ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলাপাড়ায় কুরআন শিক্ষার ছবক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

কলাপাড়ায় কুরআন শিক্ষার ছবক

পটুয়াখালীর কলাপাড়ায় সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে কলাপাড়া পৌরসভার কবি নজরুল ইসলাম সড়কের এতিমখানা এলাকার বায়তুর রহমাত জামে মসজিদে এ ছবক অনুষ্ঠান হয়।

বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম ও খতিব মো. রাশেদুল হাসান'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উম্মুল ক্কুরা সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ'র মহাপরিচালক আলহাজ্ব হাফিজ ক্বারী মুহাম্মাদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বায়তুর রহমাত জামে মসজিদের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা।

এসময় উপস্থিত ছিলেন, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ সুজা উদ্দিন, মধ্য রহমতপুর জামে মসজিদের সভাপতি আবুল কাশেম, উম্মুল ক্কুরা সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ'র প্রশিক্ষক হাফিজ মো. বেলাল হোসাইন প্রমুখ।

ছবক অনুষ্ঠানের শিক্ষার্থীরা হলেন- আ. মালেক মৃধা, হাজী মোজাম্মেল হক, আ. মালেক মোল্লা, মো. মজিবুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. জামাল আকন, মো. রুবেল মাতুব্বর, মো. মাসুম বিল্লাহ।

 
Electronic Paper