ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যৌতুকের দাবিতে নির্যাতন, দুই বছরের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

যৌতুকের দাবিতে নির্যাতন, দুই বছরের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা

পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীর নির্যাতন সইতে না পেরে বুশরা বেগম (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকার স্বামীর বাড়ি থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাতেই ওই গৃহবধুর স্বামী ইয়াকুব মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মৃত বুশরা কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের আবদুস সোবাহান শরীফের মেয়ে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে বিয়ের পর থেকেই ইয়াকুব যৌতুকের দাবিতে বুশরাকে মারধরসহ বিভিন্ন মানসিক যন্ত্রনা দিয়ে আসছে। গতকাল শনিবার দুপুরে বুশরার বাবা তাকে বাড়িতে নিয়ে যেতে আসলে ইয়াকুব তাকে ফিরিয়ে দেয় এবং গালমন্দ করে। রাতে ইয়াকুব ফোন করে পরিবারকে জানায়, আমি আপনাদের মেয়েকে রাগ হয়ে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিছি। তাতেই ও রাগ হয়ে সবার অগোচরে ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি।

 
Electronic Paper