ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরগুনায় আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি
🕐 ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২১

বরগুনায় আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরগুনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রচার-প্রচারণার আওতায় আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন বরগুনা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংলাপ।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ধর্ম প্রতি-মন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদস সদস্য ধীরেন্দ্র দেব নাথ শম্ভু, সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ঝন্টু এবং সংরক্ষিত মহিলা এমপি সুলতানা নাদিরা।

সংলাপে জন প্রতিনিধিগণ এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ঠান সম্প্রদায়ের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আরডিএফ টাওয়ার মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বিষয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রশিক্ষন কর্মসূচীতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper