ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেদখলে থাকা উন্মুক্ত খাস জলাশয়গুলো উদ্ধার করা হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি
🕐 ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

বেদখলে থাকা উন্মুক্ত খাস জলাশয়গুলো উদ্ধার করা হবে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো বেদখলে আছে, সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার নলছিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব জলাশয়ে মাছ চাষ করা হবে। বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় সে ব্যবস্থাও করা হচ্ছে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না, তারা মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে তাদের আর্থিকভবে সহযোগিতা করা হবে।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় মৎস্য বিভাগ।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার ও ঝালকাঠি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

 
Electronic Paper