ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতারণা মামলায় ৩ দিনের রিমান্ডে দিপু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
🕐 ৯:১২ অপরাহ্ণ, জুন ০৪, ২০২১

প্রতারণা মামলায় ৩ দিনের রিমান্ডে দিপু

আলোচিত প্রতারক মো. আশরাফুল ইসলাম দিপুকে শুক্রবার দক্ষিণ আইচা থানা পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, দিপুকে জিজ্ঞেসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, দক্ষিণ আইচার নোমান নামে এক যুবককে ধর্ম মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন দিপু। পরে চাকরি না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন দিপু। এ ব্যাপরে নোমান দক্ষিণ আইচা থানায় প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় দক্ষিণ আইচা থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দিপু নিজেকে কখনো জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক, কখনো সরকারের শীর্ষ কর্মকর্তা, কখনো ব্যবসায়ী আবার কখনো বনে যান ক্ষমতাসীন দলের ছাত্রনেতা। সুবিধামতো ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে আসা এই যুবক চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

 
Electronic Paper