ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলাপাড়ায় শত শত পরিবারের মানবেতর জীবনযাপন

সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৭:৪২ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

কলাপাড়ায় শত শত পরিবারের মানবেতর জীবনযাপন

ঘূর্নিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতন জীবনযাপন করছেন। উপজেলার লালুয়া ,ধানখালী, চম্পাপুর, মহিপুর ইউনিয়নের বেরিবাঁধ ভেঙে যাওয়ায় অন্তত ২৫ গ্রামের শত শত পরিবার জোয়ারের সময় বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়, আবার ভাটির সময় ফিরে আসে বাড়িতে।

এদের মধ্যে নিচু এলাকায় বসবাসকারীদের অনেকেই এখন সড়কের উপর ঝুঁপড়ি ঘর করে বসবাস করছেন। এদের রয়েছে খাদ্যের আভাব, রয়েছে বিশুদ্ধ পানির অভাব। বিশেষ করে লালুয়া ইউনিয়নের চারিপাড়া, পশরবুনিয়া, নয়াকাটা, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া, কলাউপাড়া, মুন্সিপাড়া গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।

অপরদিকে ধানখালী ইউনিয়নের লোন্দা, পাঁজুনিয়া, দেবপুর, নিশানবাড়িয়া এছাড়া মহিপুর ইউনিয়নের বড়ইতলা, মনোহরপুর, পুরানমহিপুর গ্রাম বেশি ক্ষতির শিকার হয়েছে। এসব এলাকার মানুষ অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবি জানিয়েছেন।

লালুয়া ইউনিয়নের বানাতিপাড়া এলাকার বাসিন্দা মো. বসির মিয়া বলেন, জোয়ারের সময় এখানো পানিতে থৈ থৈ করে পুরো এলাকা। মানুষ সকালে জোয়ারের আগেই কাছাকাছি সাইক্লোন শেল্টার কিংবা আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। আবার ভাটির সময় বাড়িতে ফিরে আসে। এসব এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে।

ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের অধিবাসী কামাল মিয়া বলেন, এখনই টেকসই বেড়িবাঁধ না হলে প্রতি অমাবশ্যা কিংবা পূর্ণিমার জোয়ারে সময় এমন দুর্ভোগ পোহাতে হবে।

মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা মো.জয়নাল আবেদীন বলেন, বড়ইতলা এবং পুরান মহিপুর এলাকায় এবার পানির চাপ বেশি ছিল। ওই এলাকার মানুষ এখনো আতঙ্কে রয়েছে।

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বিশ্বাস তপন জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো জোয়ারের সময় পানিতে প্লাবিত হওয়ায় মানুষ মানবেতর জীবনযাপন করছে।

ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার জানান, অনেক মানুষ এখনো অনেক কষ্টে দিনাতিপাত করছে। তাদেরকে সাধ্যমতো সব রকম সহায়তা প্রদান করা হচ্ছে।

 
Electronic Paper