ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
🕐 ৮:০২ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার সময় শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি হরিণ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। তবে শিকারি চক্রের কাউকে আটক করতে পারেননি।

চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমিরউদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। হরিণটির ওজন ৪২ কেজি।

এদিকে উপজেলার দুর্গম দ্বীপচর চর নিজামে দুটি হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে সংরক্ষিত বন থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা হরিণ দুটি উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে। বৈরী আবহাওয়া কেটে গেলে হরিণগুলো বনে অবমুক্ত করা হবে।

বন বিভাগের চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে হরিণ শিকারিদের নৌকা ও জাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 
Electronic Paper