ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশমিনায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতেও রোগী

মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

দশমিনায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতেও রোগী

পটুয়াখালী দশমিনা উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধ শতাধিক রোগী দশমিনা হাসপাতালে আসছেন। বেডের অভাবে অনেকে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের। শুক্রবার দশমিনা হাসপাতালে এ রকম চিত্র দেখা গেছে।

 

উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গুরুতর অসুস্থ রোগী ভর্তি আছেন ৭৯ জন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী আছেন ৬০ জন। এদিকে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৫টি বেড বরাদ্দ থাকায় ৪৫ বেডের বিপরীতে হাসপাতালে ৮০/৮৫ জন রোগী ভর্তি থাকছেন সব সময়। জরুরি গুরুতর অসুস্থ ও গুরুতর ডায়রিয়া আক্রান্ত রোগী ছাড়া দশমিনা হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না।

দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে ওষুধ ও সেলাইনের সংকট নেই। তবে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরতদের।

 

 

 
Electronic Paper