ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হামলার প্রতিবাদে ববিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

হামলার প্রতিবাদে ববিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দ্বিতীয়দিনের মতো আন্দোলন চলছে। ১৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের ৬ দফা স্তম্ভের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার রাতে নগরীর রূপাতলী এলাকায় ববি শিক্ষার্থীদের মেসে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনার প্রতিবাদে ১০ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে বুধবার বিকেলে তিনদফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিনদফা দাবি না মনলে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে। এই ৪৮ ঘণ্টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন আন্দোলনকারীদের প্রতিনিধি মাহমুদুল হাসান তমাল। এ বৈঠকে মঙ্গলবার রাতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে আলোচনা করা হবে বলে জানান তিনি।

 
Electronic Paper