ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নলছিটিতে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
🕐 ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

নলছিটিতে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

নলছিটিতে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গেছে।

গত মঙ্গলবার গভীর রাতে শহরের তালতলা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকালে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানোর পর দুর্বৃত্তরা নৌকার প্রার্থীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকার লোকজন ধোঁয়া দেখে ছুটে এসে আগুন নেভায়।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বলেন, গত মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৌর এলাকার তালতলা রাস্তার মোড়ে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। পেট্রোল ঢেলে অগ্নিসংযোগও করে তারা।

নলছিটি থানার ওসি মো. আলি আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper