ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুয়াকাটায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

কুয়াকাটায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সম্মেলন

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর দুই ভাই ও ছেলে যুবলীগ নেতা মাসুদসহ ৬০ কর্মী সমর্থকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার’র সমর্থকের দায়ের করা মামলা এবং আওয়ামী লীগ প্রার্থী আঃ বারেক মোল্লার নামে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

কুয়াকাটা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটা পর্যটন এলাকার দৃশ্যমান উন্নয়ন ব্যহত করার জন্য বিএনপি ও জাপা (এ) সহ বারবার রাজনৈতিক খোলস পাল্টানো, ভূমি দস্যু, স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নেয়া জগ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট, মনগড়া অপপ্রচার চালাচ্ছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করার জন্য ওই কুচক্রী মহলটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন গনমাধ্যমে অপপ্রচার অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে মহলটি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। আলোচিত ওই ভূমি দস্যু গত পৌর নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে পরাজয় বরন করেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-৪ আসনের জাপা (এ) মনোনীত প্রার্থী ছিল। ভূমি দস্যু আনোয়ার হাওলাদার কখনও বিএনপি, কখনও জাতীয় পার্টি করা খোলস পাল্টানো নেতা। তিনি টাকা দিয়ে বর্তমানে নির্বাচনের শেষ মুহুর্তে ভোট কেনার অপচেষ্টা করছেন। এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে ফোন করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দীন, কুয়াকাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মনির আহমেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ফিরোজ সিকদার, কলাপাড়া শহর আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সালমা কবির, শুভ্রা চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 
Electronic Paper