ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পদ্মার ঢেউয়ে গ্রিন লাইনের গ্লাস ভেঙে, আহত ৭

বরিশাল ব্যুরো
🕐 ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৮

ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসার পথে উত্তাল পদ্মায় ঢেউয়ের কবলে পড়েছে এমভি গ্রিন লাইন ওয়াটার ওয়েজ-৩। এতে জাহাজের সামনের গ্লাস ভেঙে সাতজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মিলন, লামিয়া, উজ্জ্বল, আরিফসহ সাতজন যাত্রী এতে আহত হয়। এরা সবাই বরিশাল নগরীর বাসিন্দা বলে জানা গেছে।
একাধিক যাত্রীরা জানান, সদরঘাট থেকে বরিশাল আসার পথে পদ্মা নদীর মোহনায় বিশাল ঢেউয়ের কবলে পড়ে গ্রিন লাইন ওয়াটার ওয়েজ-৩। একপর্যায়ে বিশাল আকৃতির একটি ঢেউয়ের তোরে জাহাজটির সামনের গ্লাস ভেঙে যায়। ঢেউয়ের তোড়ে আসা পানিতে ভাঙা গ্লাস ছড়িয়ে জাহাজের পাঁচ যাত্রী আহত হয়। ঢেউয়ের পানি জাহাজের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করলে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলেও ওই অবস্থাতেই জাহাজটি চালিয়ে বরিশালে নিয়ে আসা হয়েছে।
গ্রিন লাইন ওয়াটার ওয়েজের বরিশাল অফিসের ম্যানেজার লিপ্টন বলেন, আহতদের জাহাজ কর্তৃপক্ষের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিআইডব্লিউটি বরিশাল অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, জাহাজটির বিকালের যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তীতে যাত্রী নামিয়ে দিয়ে জাহাজটি মেরামতের জন্য রাজধানীর সদরঘাটের উদ্দেশে নেয়া হয়েছে।

 

 
Electronic Paper