ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাউফলে সরকারী কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০২০

পটুয়াখালী বাউফল উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদফতরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লার উপর হামলাকারী কনকদিয়া উপির চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে ১ নভেম্বর, রব রোববার বেলা ১১ টার দিকে ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশনের সভাপতি ধীরেন্দ্র ঘরামী, সহসম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামলাকারী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

উল্লেখ, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কনকদিয়া বাজারে কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার বাউফল উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদফতরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লাকে মারধর করেন। এঘটনায় ওই দিন রাতে চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

 
Electronic Paper