ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক তিন জলদস্যু

ভোলা প্রতিনিধি
🕐 ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার ভেলুমিয়া চর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. জাকির হোসেন (৩৫), মো. মানিক (২৭) ও মো. হেমায়েত হোসেন (২৫)। এরা সকলেই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মাহাবুবুল আলম শাকিল জানান, পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে গরু-মহিষ কিনে নৌকা দিয়ে ভোলার ভেলুমিয়া আসছিলেন ব্যবসায়ী সাত্তার মাঝি ও রুবেল মাঝি। পথে তেতুলীয়া নদীর ভেলুমিয়া ১৬ নম্বর চর এলাকায় একটি জলদস্যু বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ব্যবসায়ীদের ডাক-চিৎকারে নদীতে টহলরত কোস্টগার্ড দল এগিয়ে আসে। জলদস্যুরা পালিয়ে যেতে চেষ্টা করলে কোস্টগার্ড সেখান থেকে একটি দেশীয় পিস্তলসহ তিন জলদস্যুকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
Electronic Paper