ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাণীর প্রতি ভালোবাসা

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ১:১৬ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০২০

ঘণ্টাব্যাপী পরিশ্রমের পর চোরাবালি থেকে উদ্ধার হয়েছে আটকে থাকা একটি গরু। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় পটুয়াখালীর ঝাউতলা এলাকা থেকে গরুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় যুবক হৃদয় গত শুক্রবার সকালে ঝাউতলা এলাকায় ঘুরতে গেলে চোরাবালিতে একটি গরু তলিয়ে যেতে দেখেন। হৃদয় গরুটিকে তলিয়ে যেতে দেখে তাৎক্ষণিক ব্যবসায়ী রুবেলকে খবর দিলে কয়েকজন মিলে গরুটি উদ্ধারের চেষ্টা চালায়।

কিন্তু চোরাবালির কাছাকাছি তারা না যেতে পারায় গরুটিকে তুলতে ব্যর্থ হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলে গরুটির শক্তি কমে আসে। স্থানীয় লোকজন গরুটিকে বাঁচাতে পটুয়াখালী ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করে। 

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন প্রাণীটিকে উদ্ধারের জন্য। আমরা সকলে করতালি দিয়ে তাদের উৎসাহিত করেছি। করোনার মধ্যে হয়ত গরুটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতো না, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাদা-বালির মধ্যে প্রবেশ করে প্রাণীটিকে উদ্ধার করেছেন।a

 
Electronic Paper