ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশালে আরও ১২৮ জনের করোনা শনাক্ত

বরিশাল প্রতিনিধি
🕐 ৪:৩০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬০ জন। আর সুস্থ হয়েছেন ৮১৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৫৫ জন, পটুয়াখালী জেলায় ২৫ জন, বরগুনায় ২৪ জন, ভোলায় ১২ জন, ঝালকাঠি জেলায় ৯ জন ও পিরোজপুরের ৩ জন রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এ পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১ হাজার ৫১৪ জন, পটুয়াখালীতে ৩৯১ জন, ভোলায় ২৮৬ জন, পিরোজপুরে ২০৮ জন, বরগুনায় ২৪৭ জন ও ঝালকাঠিতে ২০২ জন রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বিভাগের ৬ জেলায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৩ জন, পটুয়াখালীতে ১৮ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৫ জন, ভোলায় ৪ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল।

 
Electronic Paper