ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশেষ উপবৃত্তি পাচ্ছেন ২৪৩ শিক্ষার্থী

বরিশাল ব্যুরো
🕐 ৯:৫৫ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০

প্রচলিত উপবৃত্তির বাইরে এবার বরিশাল বিভাগের ২৪৩ জন শিক্ষার্থী পেতে যাচ্ছেন বিশেষ উপবৃত্তি। এ কার্যক্রমের আওতায় রয়েছেন একাদশ থেকে স্নাতকত্তোর শ্রেণীর শিক্ষার্থীরা।

কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করে টাকা পাচ্ছেন এসব শিক্ষার্থীরা। পূর্ব নির্দেশনা অনুযায়ী ১৪ জুনের মধ্যে ফরম পূরণের শেষ দিন থাকলেও সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানান বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের পরিচালক প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। 

তিনি বলেন, যেসব শিক্ষার্থী অন্য কোনো ভাতা বা বৃত্তি পায় না এবং অবশ্যই বিশেষ কোনো গোষ্ঠী বা কোটার অন্তর্ভুক্ত শুধুমাত্র তাদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

বরিশাল বিভাগ থেকে যত আবেদন জমা পড়েছে তার মধ্য থেকে ২৪৩ শিক্ষার্থীকে বৃত্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। বরাদ্ধকৃত অর্থ জি টু পি (ঊঋঞ) এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

 
Electronic Paper