ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশাল বিভাগে আরও ৫৭ জন করোনায় আক্রান্ত

বরিশাল প্রতিনিধি
🕐 ৪:২৪ অপরাহ্ণ, জুন ০৪, ২০২০

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু বরিশাল জেলায় ৪৩ জন আক্রান্ত হয়েছেন। বাকি ১৪ জনের মধ্যে পটুয়াখালীতে ৬ জন, বরগুনায় ৬ জন, ভোলা ও ঝালকাঠি জেলায় ১ জন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ৮০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ১৫৯ জন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও জানা গেছে, বরিশাল জেলায় করোনায় মোট আক্রান্ত ৪৬৮ জন, পিরোজপুরে ৭৮ জন, বরগুনায় ৭৭ জন, পটুয়াখালীতে ৭২ জন, ভোলায় ৫৩ জন ও ঝালকাঠিতে ৫৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে ৪ জন, বরিশাল নগরের কাজীপাড়ায় ১ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদীতে ২ জন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ২ জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে ১ জন করে ২ জন, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুরে ১ জন করে ২ জন ও ভোলার লালমোহনে ১ জন রয়েছেন।

 
Electronic Paper