ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশালে করোনা আক্রান্ত ৫৮, সুস্থ ৩৪ জন

বরিশাল ব্যুরো
🕐 ৭:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর কেটে গেছে দীর্ঘ এক মাস। এ এক মাসে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। এদের মধ্যে ২৪ জন নারী এবং ৩৪ জন পুরুষ। এ সময়ের মধ্যে ৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গতকাল বুধবার জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস।

আক্রান্তদের মধ্যে ২০ বছর বয়স পর্যন্ত রয়েছে ছয়জন, ২০-৫০ বছর পর্যন্ত ৪০ জন এবং ৫০ থেকে তার ঊর্ধ্বে ১২ জন। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিস জানিয়েছে গত এক মাসে বরিশাল মহানগরীতে ২৩ জন, বাবুগঞ্জে ১২, মেহেন্দীগঞ্জ ও উজিরপুরে পাঁচজন, হিজলায় ও গৌরনদীতে তিনজন, বানারীপাড়া ও বাকেরগঞ্জে দুজন, সদর উপজেলা, মুলাদী এবং আগৈলঝাড়ায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

আর জেলায় ৩৪ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে আটজন ইন্টার্ন চিকিৎসক, ছয়জন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন পরিবার পরিকল্পনা-পরিদর্শকসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

 
Electronic Paper