ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অস্তিত্ব সংকটে তেলিখালী খাল

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলিখালী খালে এক সময় পালতোলা নৌকা চলাচল করতো। খালের অভ্যন্তরে পানি নিয়ে কৃষক সেচ দিয়ে চাষাবাদ করতো।

নদী হয়ে তেলিখালী খালের সংযোগ দিয়ে ট্রলার, মালবাহী বড় বড় নৌকা চলাচল করতো। বিভিন্ন গ্রামের মানুষ ছোট ছোট নৌকা দিয়ে কৃষিপণ্য পরিবহন ও যাতায়াত করতেন। পাশাপাশি এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন কাজের জন্য একমাত্র পানির উৎস ছিল এ খাল।

জলবায়ু পরিবর্তন, দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে খালটি। কচুরিপানায় ভরা থাকায় পানি ব্যবহার করতে পারছে না খালের দুই পাড়ের হাজার হাজার মানুষ। পানি দূষিত হয়ে ছড়াচ্ছে পানিবাহিত রোগ। কচুরিপানায় খাল গ্রাস করায় ছোট ছোট নৌকাও চলাচল করতে পারছে না। পলি মাটি জমে শাখা খাল ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদের জমিতে পানি প্রবেশ করতে পারছে না।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, সরকারের ডেল্টা প্লানের আওতায় জেলার সব নদী ও খাল আগের মতো পানি প্রবাহ সচল করতে কাজ করা হচ্ছে।

 
Electronic Paper