ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কৃষক বাচঁলে বাচঁবে দেশ: খাদ্যমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

প্রান্তিক কৃষক যেন ধানের ন্যায্যমূল্য পায় এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে সারাদেশে আমন ধান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে ধান ক্রয় করছে সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সাথে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আমন সংগ্রহ-২০২০ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মতামত প্রকাশ করেছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

মতবিনিময় সভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ পটুয়াখালী সদর উপজেলায় অবস্থিত এলসিডি (লোকাল সাপ্লাই ডিপো) সরেজমিনে পরিদর্শন করেন।

 
Electronic Paper