ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুটপাতে দেদার ব্যবসা পথচারীদের ভোগান্তি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৮, ২০২০

গলাচিপা পৌর শহরের ফুটপাত দখল করে দেদারসে ব্যবসা করছে ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা চালিয়ে গেলেও এসব ফুটপাত দখল মুক্ত করতে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

শহর ঘুরে দেখা যায়, খেয়াঘাট থেকে শুরু করে সদর রোড, ওষুধ মার্কেট, পূর্ব বাজার, থানার সামনে, চৌরাস্তা ও ওয়াবদা পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা করছে দোকনদাররা। এমনকি ফুটপাত দখল করে অবৈধভাগে গড়ে উঠেছে পান, বিড়ি-সিগারেট, কাপড়ের দোকন ও লেদ মেশিনের দোকানসহ বিভিন্ন মোটর পার্টসের দোকানও।

পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল করে ইচ্ছেমতো ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা ফুটপাত দিয়ে চলাচল করতে পারছি না। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে মেইন সড়কের ওপর দিয়ে চলাচল করছি।

পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন জানান, পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে। পথচারীদের সুবিধার্থে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা করতে না পারে সে জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 
Electronic Paper