ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএনপি প্রার্থীর ইশতেহার প্রকাশ

বরিশাল ব্যুরো
🕐 ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় নগরীর উন্নয়নমূলক কাজ ও প্রধান প্রধান সমস্যা দূরকরণে দেওয়া প্রতিশ্রুতি ইশতেহারে উল্লেখ করেন।

ইশতেহারে  মেয়র প্রার্থী সরোয়ার উল্লেখ করেন- নদী-খাল সচল রেখে নগরীর উন্নয়ন নিশ্চতকরণ ও খাল দখলমুক্ত করা, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন বাস্তবায়ন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা, শহর রক্ষা বাঁধ নির্মাণ, রাস্তা প্রশস্ত ও  সৌন্দর্য বর্ধনকরণ, মাস্টার প্ল্যান অনুযায়ী নগর উন্নয়নে বর্ধিত এলাকা মূল অংশের সঙ্গে সম্পৃক্তকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তোলাসহ ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপির মেয়রপ্রার্থী।
ইশতেহারে ঘোষণা শেষে নগরীর সদর রোড ও চাঁদমারী এলাকায় গণসংযোগ করেন সরোয়ার। এ সময় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানিয়েছেন, তার কোনো নির্বাচনী ইশতেহার নেই। তবে নগর উন্নয়ন এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় বিষয়গুলোই তার নির্বাচনী ইশতেহার। যার কারণে আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন না। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রচুর বরাদ্দ দেওয়ার পরও বিগত পাঁচ বছরে বরিশাল সিটি করপোরেশনে কোনো উন্নয়ন হয়নি। আমি সিটি নির্বাচনে বিজয়ী হলে নগরীর উন্নয়নে পাশাপাশি সাধারণ মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা করব।
অপরদিকে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নগরীর ৩০টি ওয়ার্ডে নির্বাচনী জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

 
Electronic Paper