ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল সড়কে ভোগান্তি

সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
🕐 ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা-নোমরহাট এবং লোন্দা-কলেজ বাজার সড়ক। দীর্ঘ বছর ধরে এমন অচলাবস্থা চললেও সংস্কারের কোন উদ্যোগ না থাকায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তারওপর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠানের ভারি ট্রলি চলাচলের ফলে সড়কটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে অভ্যন্তরীণসহ উপজেলা সদরের সাথে দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে বিপর্যস্ত।

ধানখালী কলেজ বাজারের ব্যবসায়ী জুলহাস জানান, খানাখন্দসহ কাদাপানিতে কখনো ট্রলি, হামজা, পণ্যবাহী ভারি ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে পড়লে রাস্তায় সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যায়। উৎপাদিত মৌসুমি ফসল রপ্তানি নিয়ে শংকায় রয়েছে লোন্দার কৃষক ইউনুচ হাওলাদার। তিনি বলেন, তরমুজ ও রবিশষ্য মৌসুমে এ দুটি সড়ক দিয়েই পন্য পরিবহন করতে হয়।

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থ লোন্দা-কলেজ বাজার রাস্তাটি আরপিসিএলের মেরামত করে দেওয়ার কথা। এ নিয়ে একাধিকবার তাদের সাথে একাধিকবার কথা হলেও তারা গড়িমশি করছে।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান রুলার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, লোন্দা-কলেজ বাজার রাস্তাটির মেরামত কাজ শুরু হয়েছিল। কিছু দিন কাজ বন্ধ থাকায় রাস্তাটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, ভারি যানবাহন চলাচল উপযোগী করে মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

 
Electronic Paper