ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একমঞ্চে মেয়র প্রার্থীরা

বরিশাল ব্যুরো
🕐 ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিল প্রার্থীরা শুক্রবার উঠোন বৈঠকের পাশাপাশি গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।

অপরদিকে অবাধ, নিরেপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে শুক্রবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা ও মহানগর। অনুষ্ঠানে বরিশালের ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৬ মেয়রপ্রার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গতকাল বিকালে নগরীরর ২৭নং ওয়ার্ডের কোনা বাড়ি এলাকায় উঠোন বৈঠক করেন আ.লীগ মেয়রপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি নগরীর উন্নয়ন হবে এমন প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
তিনি বিএনপির মেয়র প্রার্থীর সমালোচনার প্রতি উত্তরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ফুফু এবং আমার বাবা মন্ত্রী, এটা কি আমার অপরাধ। বরং প্রধানমন্ত্রী আমার আত্মীয় হওয়ায় বরিশালের উন্নয়নে অনেক কাজ করতে পারব।
অপরদিকে বিকালে নগরীর বটতলা মসজিদে আসর নামাজ শেষে গণসংযোগ করেন বিএনপির মেয়রপ্রার্থী অ্যাড. মজিবর রহমান সরোয়ার। গণসংযোগ শেষে সরোয়ার এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো আছে। আমাদের দু’একজন গ্রেপ্তার করা হয়েছে। কিছু জায়গায় ঝামেলা শোনা যায়।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, এটা ভোটের বছর যেন কোনো শঙ্কা না হয়। তারা যেভাবে বলেছেন এবং যদি সুষ্ঠু ভোটের চিন্তা করেন তাহলে ভোটের পরিবেশ ভালো থাকবে বলে তিনি জানান।
অন্যদিকে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস, বাসদের মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ও জাতীয় পার্টির বিদ্রোহী মেয়রপ্রার্থী বশির আহমেদ ঝুনু নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

 
Electronic Paper