ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশমিনায় নবজাতকসহ প্রসূতির মৃত্যু

অভিযোগ দিয়েও প্রত্যাহার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

পটুয়াখালীর দশমিনায় নার্সের খামখেয়ালিপনার কারণে নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর মায়ের মৃত্যু হলেও শনিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রথমে নার্সের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পরে পাল্টে যায় সুর। অভিযোগ নেই মর্মে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিতও দেয় তারা।

স্থানীয়রা জানান, প্রসব ব্যাথা নিয়ে গত বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইউনুচ বেপারীর স্ত্রী আফানুর বেগম (২৫) দশমিনা হাসপাতালে ভর্তি হন। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতাল সংশ্লিষ্টরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনরা তাকে পটুয়াখালী নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাতে গেলে হাসপাতালের নার্স কৃষ্ণ রানী বাধা দেন।

পরিচ্ছন্নতা কর্মীর সহায়তায় তাকে ডেলিভারি রুমে নিয়ে যান। সেখানে প্রসূতির অতিরিক্তর রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে পটুয়াখালী নেওয়ার পথে মৃত্যু হয়। পরে শনিবার নবজাতক শিশুটিও মারা যায়।

স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নার্সের কর্মের দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষ নেবে না। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 
Electronic Paper