ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাউফলে চিকিৎসা বঞ্চিত ডেঙ্গু রোগী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯

পটুয়াখালীর বাউফলে ঈদুল আজহার দিনে ডেঙ্গু রোগীরা বিপাকে পড়েছেন। উৎকণ্ঠা আর আতঙ্কে সময় পার করছেন তারা হাসপাতালের বেডে শুয়ে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু পরীক্ষার কিট থাকার পরও দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। প্যাথলজি বিভাগ খোলা না থাকায় প্লাটিলেট টেস্ট করাতে পারছেন না ভর্তি রোগীরা।

হাসপাতালে ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষায় অনিয়মের বিষয় হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা না বলে কিছু জানাতে পারব না। পরে চিকিৎসক মো. ফয়সাল হোসেন জানান, হাসপাতালের প্যাথলজিস্ট মাহবুবুর রহমান ঈদুল-আজহার নামাজে গেছেন। পরে এসেই প্যাথলজি খুলবেন।

 
Electronic Paper