ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার বরিশালে ডেঙ্গু কেড়ে নিল ২ জনের প্রাণ

বরিশাল প্রতিনিধি
🕐 ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া একই দিন হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারও মৃত্যু হয়।

এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বর্তমানে ২৪ জন ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

 
Electronic Paper