ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরগুনায় এক কোটি ফাইসা মাছের পোনা উদ্ধার

বরগুনা প্রতিনিধি
🕐 ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

এক কোটি ফাইসা মাছের পোনাসহ বরগুনায় ৯ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। জেলার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর চরদুয়ানি এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়।

পরে আটকদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় ট্রলারটিও। আর মাছের পোনাগুলো অবমুক্ত করা হয় বরগুনার বিষখালী নদীতে।

দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে তরিকুর ইসলাম, শহিদুল, নুরুজ্জামান, আজিজুল ও বুবুলের নাম জানা গেছে। তাদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলকায়।

এ বিষয়ে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. মো. জহিরুল ইসলাম বলেন, নিয়মিত টহলের সময় কোস্ট গার্ড চরদুয়ানি এলাকা থেকে একটি ট্রলারসহ ১ কোটি ফাইসা মাছের পোনা জব্দ করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের জরিমানা ও পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

 
Electronic Paper