ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার

বরিশাল ব্যুরো
🕐 ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বাহিনীর প্রধান ও কূটনীতিক ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় বরিশালের মূলাদী উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার র‌্যাব-৮ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব জানায়, আসামি তার নিজ নামের ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি এবং র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ কূটনীতিক ব্যক্তিবর্গের নামে মানহানিকর বক্তব্য ও সরকারবিরোধী তথ্য অপপ্রচার করে আসছিলেন। বিষয়টি র‌্যাব-৮ সদর দপ্তরের নজরে আসে।

এরপর তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় নজরুল ইসলামের ভাড়া দোকান ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। সে জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে অপরাধের কথা স্বীকার করে। এ ব্যাপারে বরিশাল জেলার মুলাদী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

 
Electronic Paper