ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শীতজনিত রোগ বাড়ছে ভোলায়

ছোটন সাহা, ভোলা
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ভোলায় হঠাৎ নিউমোনিয়ারসহ শীতজনিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকাল পর্যন্ত ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিতসহ বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৬১ জন রোগী।

হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী রয়েছে ৬২ জন। এতে একটি বেডে গড়ে ২-৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আবহাওয়ার পরিবর্তন ও শীতের তীব্রতা বেড়ে যাওয়া শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান শিশুদের অভিভাবক। তবে চিকিৎসকরা বলছেন, বিগত সময়ের চেয়ে এবার নিউমোনিয়া রোগীর সংখ্যা কিছুটা কম। আক্রান্তদের চিকিৎসা চলছে।

সিনিয়র স্টাফ নার্স শাহানাজ খান বলেন, গত সাত দিন ধরে রোগীর চাপ একটু বেশি। এদের মধ্যে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত শিশুদের সংখ্যা বেশি। আমরা শিশুদের চিকিৎসা দিচ্ছি।

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, শীতের কারণে শিশুরা ঠান্ডাসহ নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে, তবে গত বছরের তুলনায় এবার ভোলা হাসপাতালে শিশু রোগীদের চাপ কম। যারা ভর্তি রয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বেডের বিষয়ে তিনি বলেন, শিশু ওয়ার্ডে ২০টি থাকালেও সেখানে এখন ৪১টি বেড দেওয়া হয়েছে।

 
Electronic Paper