ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গলাচিপায় শীতজনিত রোগের প্রকোপ

জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী)
🕐 ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

পটুয়াখালীর গলাচিপায় শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে। এসব প্রতিরোধে সতর্ক থাকার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা শৈত্যপ্রবাহ বাড়লেই বাড়বে ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ।

শুক্রবার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলামকে হাসপাতালের বেডে বিভিন্ন রোগীকে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। তিনি জানান, এক বছরের এক মেয়ে শিশুকে নিয়ে এসেছেন তার মা। কয়েক দিন ধরেই নাকি তার মেয়ের পাতলা পায়খানা হচ্ছে। এ কারণে শিশুটি দুর্বল হয়ে পড়েছে। তাই তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন, দূষিত পানি, দূষিত খাবার এবং পরিবেশের কারণে শিশু, বৃদ্ধ ও বিভিন্ন বয়সের মানুষ কমবেশি আক্রান্ত হচ্ছেন। সে জন্য সব সময় হাত পরিষ্কার রাখা, টয়েলেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত-পা ধোয়া ও ছোট শিশুদের শুধু মায়ের বুকের দুধ পান করানো উচিত। চিকিৎসকরা আরও বলেন, শৈত্যপ্রবাহ বাড়লে শীতজনিত রোগে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

 
Electronic Paper