ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আত্মবিশ্বাসী আ.লীগ পুনরুদ্ধারে বিএনপি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
🕐 ৯:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠ ততই সরগরম হচ্ছে। দেশের অন্য এলাকার মতো বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনেও ভোটাররা হিসাব-নিকাশ মিলাতে শুরু করেছে। এ আসন পর পর তৃতীয় বার বিজয়ী হয়ে আসনটি নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ। ভোটারদের উন্নয়নের কথা চিন্তা করে এবারের নির্বাচনেও নিজেদের বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ। আর হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় নেতাকর্মীরা কেন্দ্র কমিটি গঠনসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজ করছে নির্বিঘেœ। বিএনপিতে দু’জন প্রার্থী থাকায় নেতাকর্মীরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা হলে আসন ফিরে পেতে ঐকবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি। ১৯৭৩ সালের পর ২০০৮ সালের আগে এ আসনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসে বরগুনা জেলায় ১টি আসন কমে ২টি আসন করা হয়। সে সময়ে বেতাগী উপজেলাকে বরগুনা-১ থেকে কেটে বরগুনা-২ আসনের সঙ্গে যোগ করার পর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ আসনে জয় লাভ করেন। সেই থেকে আসনটি আওয়ামী লীগের দখলেই আছে।
১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের অধ্যাপক শাহজাদা আব্দুল মালেক খান। যিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বরগুনা জেলা সৃষ্টির আগে এ আসন ছিল পটুয়াখালী-২ আসনের আওতাভুক্ত। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এ আসন ছিল পটুয়াখালী-১ আসনের আওতাভুক্ত। এ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএরপির একেএম আখতারুজ্জামন আলমগীর।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান জানান, এ উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৮টি কেন্দ্র কমিটি গঠন বাকি আছে। এ আসনটি ধরে রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. শাহীন জানান, এ আসনটি ফিরে পেতে বিএনপির সব নেতাকর্মীকে উজ্জীবিত করে তাদের এক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

 
Electronic Paper