বঙ্গোপসাগরে লঘুচাপ
পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
কলাপাড়া প্রতিনিধি
🕐 ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসগারে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।
আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বুধবার থেকেই থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আরও ৩-৪ দিন এমন আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মাহবুবা সুখী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
