ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাজিরপুর উপজেলা আ.লীগের সভাপতি অনুপ্রবেশকারী, অভিযোগ যুবলীগের

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

নাজিরপুর উপজেলা আ.লীগের সভাপতি অনুপ্রবেশকারী, অভিযোগ যুবলীগের

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন খানকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলেছেন উপজেলা যুবলীগ। বুধবার (১৩ সেপ্টেম্বর) নাজিরপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে বিএনপি-জামায়াত জোটের পক্ষে বক্তব্য প্রদানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম খোকন কাজী বলেন, মোশারেফ হোসেন খান জেনারেল এরশাদের শাসনামলে নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার (মোশারেফ হোসেন খান) নেতৃত্বে জাতীয় পার্টি ও পুলিশ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালায়। তিনি এক সময়ে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সখ্যতা সৃষ্টি করে নিজের অবস্থান ও ব্যবসা ঠিক রাখেন। পরবর্তীতে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে পদ বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন। তিনি অন্য দল থেকে আসার পরেও আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের মেনে নিতে পারেননি। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তার পুরানো দল জাতীয় পার্টি ও ব্যক্তিগত অনুসারীদের নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটি ভিন্ন বলয় সৃষ্টি করছেন। সাম্প্রতিক সময়ে নাজিরপুরে বিএনপি-জামায়াত জোট একাধিকবার ভয়াবহ সন্ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করাসহ নৈরাজ্য সৃষ্টি করে। এ জাতীয় ঘটনাতেও তার কোনো ভুমিকা দেখা যায়নি। তিনি বিএনপি জামাত জোটের অপরাজনীতি, উচ্ছখৃলতা, সন্ত্রাস এবং আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে নীরব ভুমিকা পালন করে চলেছেন।

যুবলীগ সভাপতি এম খোকন কাজী জানান, মোশারেফ হোসেন খান আওয়ামী লীগের পদে অধিষ্ঠিত থেকে কার্যত বিএনপি-জামাতের কর্মকাণ্ডকে প্রকারন্তরে সমর্থন করে চলেছেন। যার বহিঃপ্রকাশ ঘটেছে একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে।

এম. খোকন কাজী অভিযোগ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটির নেতারা ঢাকা থেকে নাজিরপুর হয়ে পিরোজপুরে যাওয়ার সময় নাজিরপুর শহরের কালিগঙ্গা সেতুর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে শ্লোগান দেয়। পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদারের নেতৃত্বে কিছু যুবদল কর্মী এসময় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের খুঁজতে থাকে এবং চরম নৈরাজ্যকর আক্রমণ চালায়। এতে ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী আহত হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, কৃষক লীগসহ এবং বিভিন্ন সহযোগী সংগঠন এর প্রতিবাদ করেন। কিন্তু পরেরদিন এ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান বিএনপি-জামাত জোটের পক্ষ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বিপক্ষে মিথ্যা মনগড়া বক্তব্য প্রদান করেন গণমাধ্যমে। যা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন খান জাতীয় পার্টির সরকারের আমলে উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক থাকাকালে তিনি পুলিশের সহায়তায় স্থানীয় আ’লীগের অনেক নেতা-কর্মীদের হয়রানি করেছেন। গত বিএনপি জোট সরকারের আমলে বিএনপি-জামায়াতের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বলেন, তিনি সংগঠনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি।

 
Electronic Paper