কলাপাড়ায় যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা
সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
🕐 ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
কলাপাড়ায় হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবকক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে দশটার দিক উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘট। মৃত সাইদুল ওই এলাকার তৈয়বআলী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলের হাত-পা বেঁধে মাথায় ও পিঠে ছুড়িকাঘাত করে পালিয় যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।