ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিরোজপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীসহ আটক ৫

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০২৩

পিরোজপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীসহ আটক ৫

পিরোজপুরে ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা (১৮) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়িসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাদিয়া আক্তার মুক্তা ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী। ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ভান্ডারিয়া থানাসুত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জমাদ্দারের ছেলে মুনিম জমাদ্দার বছর খানেক আগে ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে সাদিয়া আক্তার মুক্তাকে বিয়ে করে। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারনে মুক্তাকে তার স্বামী মারধোর করে। এ ঘটনার পর মুক্তা তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার মুনিম গিয়ে তার স্ত্রী মুক্তাকে নিয়ে আসে। পরে সে মুক্তাকে নিয়ে ভান্ডারিয়ার চেচরী রামপুর ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিল। তাদের সহযোগীতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধ করে কাছে থাকা বেড়িবাঁধের পাশে লাশ ফেলে রাখে। ঘটনাটি মুনিম তার মা ছবি আক্তারকে জানালে ছবি সেখানে লাশ দেখতে যায় এবং সেখান থেকে লাশ এনে ভান্ডারিয়ার কানুয়া গ্রামের একটি ইট ভাটার পাশে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে।

এদিকে লাশের ব্যাপারে গভীর রাতে অজ্ঞাত নম্বর থেকে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোনে একটি কল আসে। সংবাদ পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ রাত পৌনে ৪টায় সেখানে যায় এবং লাশ উদ্ধার করে শনিবার সকালে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুক্তার স্বামী মুনিম, শ্বাশুড়ি ছবি এবং শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজিব নামের ৫ জনকে আটক করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, রাতে অজ্ঞাতনামা একটি ফোন থেকে হত্যার ঘটনা জানতে পারি। সাথেসাথে আমি অন্য পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রকৃয়াধীন বলে জানান ওসি।

 
Electronic Paper