সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
🕐 ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিগার সুলতানা নামের (৪৫) এক ভ্যানযাত্রী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে। এছাড়া একটি কাভার ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে ও বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ও পালরদী এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে।
অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বাস চাপায় একের পর এক প্রানহানীর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দেড় ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক ও জনপথ সকাল থেকে গতিরোধক নির্মাণ কাজ শুরু করেছে।