ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছেলের পাশেই শায়িত হবেন সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
🕐 ১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

ছেলের পাশেই শায়িত হবেন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে বড় ছেলের কবরের পাশেই দাফন করা হবে। পিরোজপুরে তার মরদেহ পৌঁছার পরপরই দ্রুত জানাজা শেষে দাফন করার নির্দেশ দিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জানাজার বিষয়টি জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক বলেন, হুজুরের মরদেহ নিয়ে ইতোমধ্যেই লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ পৌঁছানোর পর দ্রুত জানাজা শেষ করে দাফন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদীকে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 
Electronic Paper