ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পটুয়াখালীতে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৭:০৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

পটুয়াখালীতে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক এ.এফ.এম. হায়াতুল্লাহ।

 

জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ প্রমুখ।

বক্তারা জাতীয় কবির অজানা জীবন সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী মোঃ সালাহউদ্দিন ও চম্পা বনিক সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ।

 
Electronic Paper