ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুয়াকাটায় পর্যটকদের টাকা ছিনতাই, আটক ২

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৭:০৭ অপরাহ্ণ, মে ০৭, ২০২৩

কুয়াকাটায় পর্যটকদের টাকা ছিনতাই, আটক ২

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ তাদের শনিবার রাতে আটক করে মহিপুর থানায় সোপর্দ করেছে।

 

জানা গেছে, শনিবার রাতে কুয়াকাটা পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউসের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে তাদের মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১৩৭০০/- টাকা ছিনিয়ে নেয় ওই সংঘবদ্ধ দলের সদস্যরা। পরে পর্যটকরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানায়। ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে মহিপুর থানায় সোপর্দ করে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, ভুক্তভোগী পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের নামে রাতে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, মহিপুরের আবদুস সালামের ছেলে বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এরা চিহ্নিত বখাটে। দুইজনকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 
Electronic Paper