ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

পটুয়াখালীতে পৈত্রিক জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল প্যাদা (৫০) চর আগস্তি গ্রামের চন্দন প্যাদার ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আল আমিন (৪০) পালাতক রয়েছে। তবে এ ঘটনায় মেঝ ভাই জাফরকে (৪৫) আটক করেছে পুলিশ।
নিহতের মেয়ে নার্গিস বেগম জানান, পৈত্রিক জমিতে একটি গোয়াল ঘর তৈরীর জন্য মাটি কাটতে যান বাবুল প্যাদা। এসময় তার ছোট ভাই আল-আমিন বাঁধা দেয়। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দৌড়ে গিয়ে লাঠি দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন আল-আমিন। এসময় মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যায় বাবুল।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ সুনিত কুমার গায়েন জানান, জমি নিয়ে দ্বন্দ্বে ভাইদের মধ্যে মারামারি হয়। এতে বাবুল প্যাদার মাথায় ছোট ভাই আল আমিন লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় মেঝো ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে। আর পালাতক আল আমিন গ্রেফতারে পুলিশে কয়েকটি টিম কাজ করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
