ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হস্তান্তরের আগেই আশ্রয়কেন্দ্রে ফাটল

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

হস্তান্তরের আগেই আশ্রয়কেন্দ্রে ফাটল

পটুয়াখালীর বাউফলে হস্তান্তরের আগেই নব-নির্মিত বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল ধরেছে।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

একেমা অ্যান্ড জেবি নামের একটি প্রতিষ্ঠান সাড়ে ৫ কোটি টাকার চুক্তিতে ভবনটির নির্মাণকাজ শুরু করে। এরপর থেকে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছে, ইতিমধ্যে ভবনটির শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। যে কোন মুহুর্তে ভবনটি হস্তান্তর করা হবে। সরেজমিন দেখা গেছে, নীচ তলার মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে। পেছনে সিঁড়ির টি ভিমে বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এ ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি বাপ্পি বলেন, সঠিক নিয়মে কাজ সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন জানিয়েছেন, প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কিছু স্থানে হেয়ার ক্রাক হয়েছে। এটা ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে।

 
Electronic Paper