সাংবাদিক গিয়াস উদ্দিনের পিতা-মাতার মাগফেরাত কামনা দোয়া
গৌরনদী প্রতিনিধি
🕐 ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

গৌরনদী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া ও মাতা কোহিনুর বেগম এর রুহের মাগফেরাত কামনা করে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
হাজীবাড়ি বাইতুন নুর জামে মসজিদে শনিবার বাজ জহর দোয়া ও মোনাজাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বাংলাদেশ মেম্বার অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, জেলা সভাপতি বজলুর রশিদ, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খোকন মুন্সী, অস্ট্রোলিয়া প্রবাসী আবু বক্কর নঈম মোঃ বিন ইসলাম, নাবিলা ইসলাম, ইতালী প্রবাসী রাসেদ মিয়া, লন্ডন প্রবাসী আবু নঈম মোঃ ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
