ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাঁজাসহ বউ-শাশুড়ি আটক

চরফ্যাশন প্রতিনিধি
🕐 ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

গাঁজাসহ বউ-শাশুড়ি আটক

ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও তামান্না আক্তার (২২) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের তাদের নিজের বসতঘর থেকে আটক করা হয়।

আটককৃত মিনারা বেগম শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মোঃ রতন মিয়ার স্ত্রী এবং তামান্না আক্তার মোঃ দুলাল হোসেন দুলুর স্ত্রী। সম্পর্কে ওই দুই নারী শাশুড়ি-বউ।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জিল্লুর রহমান জানান, তার নেতৃত্বে এসআই সোলাইমানসহ সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের বসত ঘরে তল্লাশী করে গাঁজাসহ তাদেরকে আটক করে। এসময় মাদক বিক্রির সাথে সংশ্লিষ্ট ওই দুই নারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসহ আটককৃত দুই নারীকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 
Electronic Paper