ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পটুয়াখালীতে কুকুরের কামড়ে আহত ৩০

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

পটুয়াখালীতে কুকুরের কামড়ে আহত ৩০

গত দুইদিনে (মঙ্গল ও বৃস্পতিবার) পটুয়াখালীর দুমকিতে কুকুরের কামড়ে বৃদ্ধসহ ৩০ জনের অধিক আহত হয়েছেন। আহতদের বেশিরভাগ মহিলা ও অধিক বয়সের লোকজন।

এর আগে গত বছরের ২৩ জুলাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ও পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালযয় এক শিক্ষক ও দুই ছাত্রসহ ১৫ জনকে কুকুরে কামড়ে আহত করেছিল।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন - মোসাঃ জেসমিন (৩৫), আবু মুসা (২৮), মোসাঃ হামিদা (২২), হেলেনা(৩৫), আয়শা আক্তার (৭০), সিনথিয়া (২২), আবু আল হোসেন (৮৫), মোজাম্মেল হক (৫৫), মোঃ কেরামত(৪৫), বিলকিস (৩৫), কামাল (৩৮), মোঃ জসিম উদ্দিন (৪০), কিলসুম (৫০), মাহফিজুল(৭০) এবং লাইলি বেগম (৩৫)।

আহত কামাল হোসেন বলেন, হঠাৎ করে একটা পাগলা কুকুর এসে কামড়ে ধরে। অনেক ভয়ে পেয়ে গিয়েছিলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, কুকুরের কামড়ে আহতদের আমরা টিকা দিয়েছি।

উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম বলেন, এর আগে যখন এরকম বেওয়ারিশ কুকুরে কামড়িয়ে লোকজনদের আহত করেছিল তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আমরা ওই কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়েছিলাম।

 
Electronic Paper