ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৯০ কিলোমিটার সড়কের বেহাল দশা

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
🕐 ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

৯০ কিলোমিটার সড়কের বেহাল দশা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৯০ কিলোমিটার পাকা সড়কের চরম বেহাল দশা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নির্মিত এ সড়কের অধিকাংশ সিলকোট উঠে গেছে। বর্ষা মৌশুমে পানি জমে একাকার হয়ে যায়। সড়কের অধিকাংশ যায়গায় বালু কাদামাটি বেরিয়ে গেছে।

কলাপাড়া এলজিইডি সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় এলজিইডি নির্মিত পাকা-কাঁচা মোট সড়ক রয়েছে ১৯৬৮ কিলোমিটার। এসব সড়কের মধ্যে বিটুমিনাস কার্পেটিং সড়ক রয়েছে ৩০৪.৯৩ কিলোমিটার। ১০৭.০৫ কিলোমিটার সড়ক রয়েছে এইচবিবি। আরসিসি ও সিসি সড়ক রয়েছে প্রায় ২ কিলোমিটার। এছাড়া কাঁচা মাটির সড়ক রয়েছে ১৫৫৪.৬১ কিলোমিটার।

অত্র ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, ১২ ইউনিয়নের অন্তত ৯০ কিলোমিটার কার্পেটিং সড়ক খুব খারাপ হয়ে গেছে। চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যার মধ্যে টিয়াখালী প্রায় ৬ কিমি, চাকামইয়া ৭ কিমি, ধানখালীতে ১৪ কিমি, চম্পাপুরে ৩.৫ কিমি, লালুয়ায় ৪ কিমি, বালিয়াতলীতে ১০ কিমি, ধুলাসারে ৯ কিমি, মিঠাগঞ্জে ৮ কিমি, নীলগঞ্জে ৭.৫ কিমি, মহিপুরে ২.৫ কিমি, লতাচাপলীতে ১৬ কিমি এবং ডালবুগঞ্জ ইউনিয়নে ৩.৫ কিলোমিটার পাকা সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। বর্ষাকালে হাটু সমান কাদা হয়ে যায়।

পটুয়াখালী এলজিইডির তথ্যমতে, তিন মিটার প্রস্থ এক কিলোমিটার সড়ক পাকাকরনে আশি লাখ থেকে এক কোটি টাকা ব্যয় হয়। অথচ অবৈধ ছয় চাকার ট্রলি চলাচলের কারনে রাস্তা নির্মাণের ৬ মাসেই রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এসব রোধে নেই কোন পদক্ষেপ। ফলে সরকারের গ্রামীণ যোগাযোগের উন্নয়ন চিত্র বিবর্ণ হয়ে গেছে।

কলাপাড়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, ২০২১-২০২২ অর্থবছরে কলাপাড়ায় অন্তত ২২ কিলোমিটার পাকা সড়ক মেরামত করা হয়েছে। এছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে আট কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। পর্যায়ক্রমে সড়কগুলো পাকাকরণ করার পাশাপাশি মেরামত করা হবে।

 
Electronic Paper