জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আলোচনা সভা
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

পটুয়াখালীতে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রী নিবাস এ আালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রচারপত্র বিতরণ ও আলোচনাসভার আয়োজন করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন হল সুপাররেনটেনডেন্ট রুমা আক্তার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর স্থানীয় প্রতিনিধি ও ডা. জায়েদা আক্তার।
উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ এর কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডা. জায়েদা আক্তার এবং ভ্যাকসিন সম্পর্কে নানাবিধ প্রশ্নের উত্তর দেন ইনসেপ্টা প্রতিনিধি সুশান্ত পোদ্দার।
এছাড়াও সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশদ আলোচনা করেন হল সুপারেনটেন্ড রুমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার, পটুয়াখালী এর সভাপতি কে.এম. জাহিদ হোসেন।
এ সময় কে.এম. জাহিদ হোসেন বলেন, জরায়ুমুখ ক্যানসার এখনো আমাদের দেশের নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতি পাঁচজন নারী-ক্যানসার রোগীর একজন জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সীরা এ রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবে ৪০-৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায প্রতিরোধ করলে এই রোগ তেকে মুক্তি পাওয়া যাবে।
হল সুপারেনটেন্ড রুমা আক্তার বলেন, এই ক্যানসার প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। বাল্যবিবাহ জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
